কিছুদিন ধরে নিজ বাড়িতে হামলার শিকার হয়ে বারবার শিরোনামে এসেছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর। অভিযুক্ত হামলাকারীকে ঘটনার কয়েকদিন পরই গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে নানা বিতর্কিত প্রশ্নও উঠে এসেছে।
অনেকেই দাবি করছেন এমন কিছু নাকি ঘটেইনি। আবার কেউ কেউ দাবি করছেন এই ঘটনার নেপথ্যে রয়েছেন স্বয়ং কারিনা কাপুর। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পরিণতিই নাকি সেই রাতের ঘটনা। তবে সেই সব জল্পনাকে মিটিয়ে দিয়েছেন সাইফ নিজেই। তা ছাড়া সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ ও কারিনাকে নিয়ে মন্তব্য করেছেন আমিশা প্যাটেল। আমিশার মন্তব্যে স্পষ্ট, সাইফ-কারিনা দম্পতির মধ্যে বরাবরই প্রেম ছিল।
আমিশা জানান, কারিনার সঙ্গে ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) থাকবেন বলে একবার কাজ থেকে ছুটি নিয়েছিলেন সাইফ। আমিশা বলেন, “তখন সদ্য কারিনার সঙ্গে প্রেম শুরু হয়েছিল সাইফের। আমাদের ‘থোড়া পেয়ার থোড়া ম্যাজিক’ ছবির শুটিং চলছিল। তার মধ্যেই আসে ভ্যালেন্টাইনস ডে।”
সাইফ নাকি একদিন আমিশাকে ডেকে বলেছিলেন, “আমিশা আমার এই দিনগুলোয় ছুটি চাই। কিন্তু আদি (আদিত্য চোপড়া) আমাকে তোমার সঙ্গে কথা বলে নিতে বলল, ছুটি নিয়ে বোঝাপড়ার জন্য। আমি আসলে কারিনার সঙ্গে একটু লস অ্যাঞ্জেলেসে বেড়াতে যেতে চাই ওই সময়ে।” আমিশা তখন সাইফের কথা শুনে বলেছিলেন, “ঠিক আছে। আমি বুঝে নেব। কোনো অসুবিধা নেই।
প্রসঙ্গত, ‘টাশান’ ছবির শুটিং করতে গিয়ে সাইফের সঙ্গে সম্পর্কের সূত্রপাত কারিনার। ২০১২ সালে চারহাত এক হয় সাইফ-করিনার।