দুই বাংলার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। অভিনয়ের বাইরে পড়াশোয়ও বেশ মনোযোগী এই গ্ল্যামার গার্ল। ক্যারিয়ারের ব্যস্ত সময়ে অভিনয় থেকে বিরতি নিয়ে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যাচেলরস অব ল’ করেছিলেন। এবার ব্যারিস্টারি পড়তে যাচ্ছেন যুক্তরাজ্যে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে রওনা দেবেন এই নায়িকা।
নুসরাত ফারিয়া বলেন, অভিনয়ের পাশাপাশি ডিগ্রিটাও সম্পন্ন করতে চাই। এবার বার অ্যাট ল’ পড়তে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। এবার সেই স্বপ্নটি পূরণ করতে চাই। অভিনয় ছেড়ে আইন পেশায় যোগ দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তার ভাষ্য, আগে ডিগ্রি অর্জন করি। উত্তর সময়ই দেবে।
ক্যারিয়ারের শুরুতে উপস্থাপিকা হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন নুসরাত ফারিয়া। এরপর মডেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে মুক্তি পায় প্রথম সিনেমা ‘আশিকী’। যৌথ প্রযোজনার ওই সিনেমায় নুসরাত ফারিয়া জুটি বাধেন কলকাতার অঙ্কুশের সঙ্গে। এরপর তিনি দুই বাংলাতেই জনপ্রিয়তা পেয়েছেন।
দেখতে দেখতে শোবিজে ১০ বছর পূর্ণ হয়েছে তার। এই সময় ‘বাদশা দ্য ডন’, ‘হিরো ৪২০’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাত তেরি কি’, ‘ইন্সপেক্টর নটি কে’, ‘বস টু’, ‘শাহেনশাহ’সহ বিগ বাজেটের বেশ কিছু সিনেমায় অভিনয় করেন।
বর্তমানে জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন থ্রি’ সিনেমায় কাজ শুরু করেছেন নুসরাত ফারিয়া। জ্বীন টুর মতো জ্বীন থ্রির পরিচালনায় রয়েছেন কামরুজ্জামান রোমান। যদিও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও কোন কোন শিল্পী অভিনয় করছেন তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।