মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূখণ্ড ফিলিস্তিনে দখলদ্বার ইসরায়েলি সেনাবাহিনীর দমন-পীড়নের বিরুদ্ধে বারবার গর্জে উঠছে সাধারণ মানুষ। বারুদের গন্ধ আর গুলির শব্দের মধ্যেই সাহসের অনন্য নজির স্থাপন করছেন ফিলিস্তিনিরা। বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল হচ্ছে এমনই কিছু হৃদয় কাঁপানো ভিডিও, যেখানে বন্দুকের মুখোমুখি হয়েও ভয় না পেয়ে রুখে দাঁড়াতে দেখা যাচ্ছে ফিলিস্তিনের তরুণ-তরুণীদের।
ভাইরাল হওয়া এসব ভিডিওতে দেখা যাচ্ছে, মাত্র ইট-পাটকেল, কখনো বা একটা সাধারণ নেটের ঢাল এই সামান্য হাতিয়ার নিয়েই ফিলিস্তিনিরা মোকাবিলা করছেন আধুনিক অস্ত্রে সজ্জিত ইসরায়েলি সেনাদের। কারো মুখে ভয় নেই, চোখে এক অদম্য প্রতিবাদের আগুন। কখনো তারা গাড়ির পাশে লুকিয়ে, আবার কখনো কোনো দেয়ালের আড়ালে থেকে ইট ছুঁড়ে ইসরায়েলি বাহিনীর দিকে প্রতিরোধ গড়ে তুলছেন।
ভিডিওগুলোর প্রতিটি দৃশ্য যেন সাক্ষ্য দিচ্ছে, ফিলিস্তিনিদের মনোবল আর সাহস কতটা দৃঢ়। তারা জানেন, প্রতিপক্ষের হাতে রয়েছে মারাত্মক অস্ত্র, তবু পিছু হটেন না। এই সাহস, এই প্রতিরোধের মানসিকতাই আজ নেটিজেনদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে।বিশ্বজুড়ে নেটিজেনরা এই ভিডিওগুলো শেয়ার করছেন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। অনেকে বলছেন, “এটা শুধু একটা প্রতিরোধ নয়, এটা একটা ইতিহাস, যেখানে সাহস লিখে চলেছে নতুন অধ্যায়।”
এইসব দৃশ্য আরও একবার প্রমাণ করে দেয়, শক্তি আর অস্ত্র দিয়েই সব জয় করা যায় না, একটি জাতির আত্মমর্যাদা, অধিকার এবং স্বাধীনতার জন্য লড়াইয়ের সামনে কোনো বন্দুকই যথেষ্ট নয়।