তীব্র তাপদাহে অতিষ্ট জনজীবনে বৃষ্টির জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় অশ্রুসিক্ত নয়নে ইসতিসকার নামাজ আদায় করছেন মুসল্লিরা। অন্যদিকে লোকপ্রথা অনুযায়ী বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে হয়েছে রাজশাহীতে।
একই চাওয়া নিয়ে লোকপ্রথা অনুযায়ী ধুমধাম করে ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে রাজশাহীতে। সেখানে আবীর খেলে নাচানাচি করে পুরো গ্রাম ঘুরা হয় দুই ব্যাঙ নিয়ে। এরপর ব্যাঙের বিয়ে উপলক্ষ্যে সন্ধ্যায় চলে ভুড়িভোজ।
রাজশাহীর একটি গ্রাম ৬০ থেকে ৭০টি বাড়িতে বৃষ্টির জন্য গান গাওয়া শেষে বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ে শেষে সন্ধ্যায় ছিল ভুড়ি ভোজের আয়োজন।
একদিকে সৃষ্টিকর্তার কাছে অশ্রুশিক্ত চোখে নামাজ পড়ে মাফ চেয়ে চাওয়া হয় বৃষ্টি আর অন্যদিকে ব্যাঙের বিয়ের আয়োজন করে চাওয়া হয় বৃষ্টি। তীব্র তাপদাহ থেকে বাচতে নিজ নিজ বিশ্বাসে প্রার্থনা ও আচার পালন হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তাদের বিশ্বাস এতে আসতে পারে স্বস্তির বৃষ্টি।
উপদেষ্টা সম্পাদক : এম ওয়াশিকুর রহমান | ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: তপন চৌধুরী
স্বত্ব © ২০২০-২০২৩ জাগো টুডে সকল অধিকার সংরক্ষিত।