ভারতের সঙ্গে চলমান শুল্ক বিতর্কের অবসান না হওয়া পর্যন্ত কোনো বাণিজ্য আলোচনা হবে না বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
রাশিয়ার কাছ থেকে তেল কেনার সিদ্ধান্ত নেওয়ায় সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর দ্বিগুণ শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন।ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা হবে কি না এমন প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘না, যতক্ষণ না আমরা সমস্যার সমাধান পাই, ততক্ষণ হবে না।’
ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে হোয়াইট হাউস বুধবার একটি নির্বাহী আদেশ জারি করে। এর ফলে মোট শুল্ক হার দাঁড়িয়েছে ৫০ শতাংশে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের রাশিয়ান তেল আমদানি জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতির জন্য হুমকি তৈরি করছে।
মার্কিন কর্মকর্তাদের মতে, প্রাথমিক ২৫ শতাংশ শুল্ক ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। অতিরিক্ত শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে এবং যেসব ভারতীয় পণ্য আমেরিকার বন্দরগুলোতে প্রবেশ করছে, সেগুলোর ওপর প্রযোজ্য হবে। তবে যেসব পণ্য ইতিমধ্যে যাত্রাপথে রয়েছে অথবা কিছু নির্দিষ্ট বিভাগে পড়ছে, সেগুলোর জন্য ছাড় থাকবে। পরিস্থিতি বিবেচনায় এই শুল্ক ব্যবস্থা পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।