অপারেশন সিঁদুরে পাকিস্তানের ৬ বিমান ভূপাতিত করেছি, এতো দিন পড়ে এসে হাস্যকর দাবি ভারতীয় বিমান বাহিনী’র। অপারেশন সিঁদুর অভিযানের সময় ৬টি পাকিস্তানি বিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় বিমান বাহিনী। এর মধ্যে ৫টি যুদ্ধবিমান ও একটি সামরিক বিমান রয়েছে। শনিবার (৯ আগস্ট) এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বিমান বাহিনী প্রধান নিশ্চিত করে বলেছেন, অপারেশন সিঁদুর চলাকালীন পাঁচটি যুদ্ধবিমান এবং একটি বড় সামরিক বিমান ভূপাতিত করা হয়েছে। সামরিক সংঘাতের পর পাকিস্তানি পক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এটিই প্রথম বড় ধরনের দাবি ভারতের। মাঝ আকাশে আঘাতপ্রাপ্ত ছয়টি বিমান ছাড়াও স্থলে পাকিস্তান বিমান বাহিনীর ক্ষয়ক্ষতির বিষয়টিও নিশ্চিত করেছেন ভারতীয় বিমান বাহিনী এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং।
তিনি বলেন, যে “বড় পাখি” ভূপাতিত করা হয়েছে তা ছিল একটি এইডব্লিওএন্ডসি (এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম)। এগুলো পেহেলগামে হামলার জবাবে ৭ মে পরিচালিত অভিযানের সময় পাকিস্তানের বিমান শক্তির ওপর বিরাট আঘাতের ফল বলেও উল্লেখ করেন তিনি। বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় এসব কথা বলেন অমর প্রীত সিং। তিনি আরও বলেন, ‘আমাদের কাছে পাঁচটি যুদ্ধবিমানের নিশ্চিত কিল (হত্যা) এবং একটি বৃহৎ বিমান ভূপাতিতের তথ্য রয়েছে। এটি আসলে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে বড় ভূমি থেকে আকাশে কিল (হত্যা), যার বিষয়ে আমরা কথা বলতে পারি। এটি ৩০০ কিলোমিটার দূর থেকে ধ্বংস করা হয়েছিল।’