কট্টর ইসলাম বিদ্বেষী ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির এক বিধায়কের একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, উপস্থিত বিক্ষুব্ধ জনতা ভারতের ক্ষমতাসীন দলের সেই বিধায়কের দিকে কাঁচা ডিম ছুড়ে মারছে, আর সেই ডিম ঠিক মাথায় গিয়ে আঘাত হানলে মুহূর্তেই তা ফেটে গিয়ে এক বিশ্রী অবস্থার সৃষ্টি করে। যা নিয়ে এখন সামাজিক মাধ্যম তোলপাড়। এই বিধায়ককে রীতিমতো ট্রলের বন্যায় ভাসাচ্ছেন ভারতীয় নেটিজেনরা।
ভাইরাল ভিডিও প্রসঙ্গে জানা যায়, কর্ণাটকের বিজেপি বিধায়ক মুনীরথনা নাইডু একটি জনসভায় অংশ নিতে গিয়ে ফেরার সময় ঘটে এই ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিজেপির এই বিধায়ক জনসভা শেষে গাড়ির দিকে এগোচ্ছেন, এমন সময় এক বিক্ষুব্ধ ব্যক্তি আচমকা তাঁর মাথার উপর একটি কাঁচা ডিম ছুড়ে মারেন। এসময় বিধায়ক স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে যান, যদিও পুলিশ সঙ্গে সঙ্গে তাকে নিরাপত্তা দিয়ে সরিয়ে নেয়।
ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে। বিশেষ করে ইনস্টাগ্রাম ও এক্স (পূর্বে টুইটার)-এ কয়েক মিলিয়ন মানুষ ভিডিওটি দেখেছেন। শ্রী লিলা নামের এক ভারতীয় ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “সাবধান হও মোদী জি, জনতার রাগ ফুটে উঠেছে এই ডিমে! আজ আপনার বিধায়কের মাথায় পড়েছে, কাল আপনার মাথায়ও পড়তে পারে।”মিতালি ঠাকুর নামের আরেক ভারতীয় ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘এদের তো তারপরও লজ্জা হয় না। ওরা দুর্নীতি করবে, জনগণের টাকা মারবে, তো জনতা বসে থাকবে? আজ কাঁচা ডিম ভাঙ্গলো কাল জনতা বেশি ক্ষুব্ধ হলে জুতো খুলে মারবে।’
এদিকে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দেশটির ক্ষমতাসীন দলের এই বিধায়কের বিরুদ্ধে অতীতে একাধিক দুর্নীতি ও ব্যক্তিগত কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। ফলে তাঁর জনপ্রিয়তা কমে গিয়েছে বলে অনেকেই মনে করছেন। জনতার ক্ষোভ যদি ডিমের আঘাতে প্রকাশ পায়, তবে সেটি নিছক প্রতিবাদ নাকি রাজনৈতিক বার্তা তা নিয়ে জোর বিতর্ক চলছে কর্ণাটক রাজনীতিতে। আর অন্যদিকে বিজেপি কেন্দ্র বিষয়টিতে যেনো আঙ্গুল চুষছে। তাদের বিধায়ক দুর্নীতিবাজ জানার পরও তাকে সরানোর কোন নাম-গন্ধ নেই।