ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুবাই হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আজ শুক্রবার সকালে তার একান্ত সহকারী মির্জা হায়দার আলী গণমাধ্যমকে এ কথা জানান।
হায়দার আলী বলেন, ‘ঢাকা থেকে মদিনার উদ্দেশে যাত্রাপথে বিমানে (এমিরেটস এয়ার লাইন্স) হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। এরপর অসুস্থ হয়ে পড়লে দুবাইতে অবতরণের পর তাকে দ্রুত বিমানবন্দরের কাছে একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এখন স্যার দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এমিরেটস এয়ারলাইন্সের বিমানে বড় ছেলে লাবিব ইবনে জামানসহ মদিনার উদ্দেশে রওনা হন।
এর কয়েক ঘণ্টা আগে আরেকটি ফ্লাইটে লুৎফুজ্জামান বাবরের সহধর্মিণীসহ পরিবারের অন্য সদস্যরা মদিনার উদ্দেশে রওনা হয়েছিলেন। তারা মদিনা পৌঁছার পর জানতে পারেন বাবর অসুস্থ হয়ে দুবাইয়ে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।