আর মাত্র কদিন পরই বিজয়ের ৫২ বছর পূর্ণ হবে। এ দীর্ঘ সময় পরও প্রাপ্তি এবং অপ্রাপ্তি নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনে। বিজয় দিবসকে সামনে রেখে ‘বিজয়ের ভাবনা’ লিখেছেন অভিনেত্রী তানিয়া আহমেদ
একটা দেশ কিংবা জাতির জন্য বায়ান্ন বছর কম নয়, আবার খুব বেশিও নয়। আমরা যেমন পেয়েছি, তেমনি হারিয়েছিও। যদি বলতে চাই, কি পেয়েছি আর কী হারিয়েছি, তাহলে শুরুতেই পাওয়ার কথা বলতে হবে। কারণ আমি নিজেই ইতিবাচক মানসিকতার মানুষ। এ বায়ান্ন বছরে দেশ এবং আমরা আবকাঠামোগত অনেক উন্নয়ন পেয়েছি। কিন্তু আমার খুব খারাপ লাগে যখন দেখি, এ দীর্ঘ সময়ে ধীরে ধীরে আমরা নিজেদের উদার মানসিকতা, চিন্তার স্বাধীনতা হারিয়েছি। অথচ আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি। আমাদের সংস্কৃতিকে বিশ্বের বুকে তুলে ধরতে লড়াই করছি আমরা।
আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা জাতি হিসাবে এখনো নিজেদের বাঙালি বলে পরিচয় দিলেও, মানসিকতার দিক থেকে তারা প্রগতিশীল নয়। তারা এখনো একজন নারীর চরিত্রকে তাদের পোশাক দিয়ে বিচার করে। এখনো নারীদের ঘরের মধ্যে আটকে রাখতে চায়। কিন্তু এখন অনেক মানুষের ভেতরে চিন্তার স্বাধীনতার অভাব দেখতে পাই। হ্যাঁ, আমরা অবকাঠামোগতভাবে উন্নতি করেছি, কিন্তু একটা জাতি তো শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে চলতে পারে না; সঙ্গে শিল্প-সংস্কৃতিও লাগে। সেই জায়গায় যদি আরেকটু মনের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা আনতে পারি, তাহলে সেটাই হয়তো আমাদের আসল বিজয় হবে।