মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নতুন জরিপে দেখা গেছে, দেশটির অর্ধেকের বেশি ভোটার চান যে ইলন মাস্ককে জেলে দেওয়া হোক। কারণ, তিনি ডোনাল্ড ট্রাম্পের তৈরি একটি বিভাগের (ডিওজিই) হয়ে সরকারি অপচয় কমানোর কাজে অংশগ্রহণ করেছেন। রাসমুসেন রিপোর্টস ও হার্টল্যান্ড ইনস্টিটিউটের করা এই জরিপে ৫৪% ভোটার ইলন মাস্ককে জেলে দেওয়ার পক্ষে। জরিপে আরো দেখা যায়, ডেমোক্র্যাট ভোটারদের ৭১% চান মাস্কের জেল হোক।
ইলন মাস্ক ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তৈরি হওয়া (ডিওজিই) নামের এক সরকারি দপ্তরে কাজ করছেন, যার কাজ সরকারি অপচয় কমানো। কিন্তু অনেক ডেমোক্র্যাট মনে করছেন, এটি তাদের রাজনৈতিক বিপদ ডেকে আনবে।
জরিপের একজন গবেষক জানান, ইলন মাস্ক ভালো কিছু করতে চাইলেও, অনেকেই তাকে শাস্তি দিতেই বেশি আগ্রহী, যা দুঃখজনক। সরকারি কাজ থেকে মাস্ককে বাদ দেওয়ার মতও এসেছে। জরিপের ৪৮% ভোটার চান, মাস্ক যেন কোনো সরকারি কাজ না করতে পারেন। ৩৮% এই সিদ্ধান্তের বিরোধিতা করেন।
জরিপে অংশ নেওয়া অনেকেই বলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দেশে বিভাজন বেড়েছে। এমনকি দেশটিতে রাজনৈতিক সহিংসতা বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। ইলন মাস্ক সরকারি খরচ কমাতে চাইলেও, রাজনৈতিক কারণে অনেকে তাকে পছন্দ করছেন না।
কেউ তাঁর জেল চান, কেউ চাকরি বন্ধ করতে চান। আবার অনেকে তাকে সমর্থনও করছেন। আমেরিকায় এখন মাস্ক রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া