গাজ্জায় ইসরাইলের বর্বর গণহত্যা ও চলমান মানবিক বিপর্যয় রোধে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এক টেলিফোন আলাপনে এ পদক্ষেপের কথা তুলে ধরেন পেজেশকিয়ান। তিনি বলেন, গাজ্জায় যা ঘটছে তা কোনো স্বাধীনচেতা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। পেজেশকিয়ান বলেন, ‘আমি আশা করি ইসলামি দেশগুলো সক্রিয় কূটনীতি ও সমন্বিত চাপের মাধ্যমে এই অপরাধ বন্ধে ঐক্যবদ্ধভাবে ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসবে।’
তিনি আরও বলেন, ইরান সবসময় নিপীড়িত ফিলিস্তিনি জাতির অধিকার রক্ষায় পাশে থেকেছে। অন্য ইসলামি দেশগুলোকে আরও দৃঢ় ও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, ‘গাজ্জায় দখলদার ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ কার্যকর হতে পারে।’ সম্প্রতি ইসরাইলের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের একমাত্র অপরাধ হচ্ছে নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো এবং তাদের মানবাধিকারের পক্ষে কথা বলা। কিন্তু বিশ্বের দম্ভশালী শক্তিগুলো এটিকেই অপরাধ হিসেবে চিহ্নিত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করছে।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গাজ্জায় ইসরাইলি বাহিনীর নৃশংসতা নিন্দা জানিয়ে বলেন, মালয়েশিয়ার সরকার ইতিমধ্যেই ইসরাইলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। এছাড়া গাজ্জায় গণহত্যা বন্ধে সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, ‘আমরা আশা করি ইসলামি দেশগুলোর ঐক্য ও সহযোগিতার মাধ্যমে এসব অপরাধ বন্ধ করা সম্ভব হবে।’ সূত্র : মেহের নিউজের