বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাইয়ে সাভারে গণহত্যা চালানো হয়েছিল। সেখানে পুড়িয়ে হত্যা করা হয়েছে এমনভাবে, যা কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে।
আজ বুধবার (৩০ জুলাই) ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে আশুলিয়ার শ্রীপুরে আয়োজিত ‘নারকীয় আশুলিয়া’ শীর্ষক স্মরণসভায় শহিদ শ্রমিক, ছাত্র ও জনতার পরিবারের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, মানুষ শুধু সরকার পরিবর্তনের জন্য রাজপথে নামেনি, বরং একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার জন্যই আন্দোলন করেছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশে স্থিতিশীলতা বজায় থাকবে। কয়েকজনের হাতে দেশের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে মানুষ গত ১৫ বছর আন্দোলন করেনি, কিংবা গণঅভ্যুত্থানে প্রাণ দেয়নি।বিএনপি নেতা প্রশ্ন তোলেন, সরকার কি জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরে বিচক্ষণতার পরিচয় দিচ্ছে? উগ্রবাদ ও চরমপন্থা যখন মাথাচাড়া দিতে চাইছে, তখন সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।