আব্রাহাম চুক্তির ক্ষেত্রে পাকিস্তানের সৌদি আরব এবং তুরস্ককে সমর্থন করা উচিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ। বুধবার (২ জুলাই) সামা টিভির ‘নাদিম মালিক লাইভ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি জোর দিয়ে বলেন, ‘পাকিস্তানের উচিত এ বিষয়ে আরব দেশগুলোর সঙ্গে একমত হওয়া। ’সানাউল্লাহ বলেন, ‘পাকিস্তানের উচিত মুসলিম বিশ্বের সঙ্গে দাঁড়ানো, বিশেষ করে বৃহত্তর মধ্যপ্রাচ্য সম্পর্কিত বিষয়গুলোতে। ’
তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানের কৌশলগত স্বার্থ আরব দেশ, তুরস্ক ও পাকিস্তানের একসঙ্গে এগিয়ে যাওয়ার মধ্যে নিহিত। তবে ইরানের আজকের অবস্থান এক মাস আগের থেকে ভিন্ন বলেও উল্লেখ করেন তিনি। ফিলিস্তিন ইস্যুতে সানাউল্লাহ জোর দিয়ে বলেন, ‘শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং রক্তপাত বন্ধ হওয়া উচিত। ফিলিস্তিনে ব্যাপক নৃশংসতা ঘটেছে; রক্তপাত হয়েছে। ’
অভ্যন্তরীণ রাজনৈতিক ঘটনাবলীর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘যদি আলি আমিন গান্দাপুরকে খাইবার পাখতুনখোয়ার (কেপি) মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণ করা পিটিআই নেতৃত্বের উদ্দেশ্য হয়, তাহলে এটি তাদের (পিটিআই নেতৃত্বের) সিদ্ধান্ত হবে। ’তিনি আরও বলেন,‘ যদি তারা বিধানসভা ভেঙে দিতে চায়, তবে তারা তা করতে পারে। ’
রানা সানাউল্লাহ স্পষ্ট করে বলেন, ‘আমাদের পক্ষ থেকে খাইবার পাখতুনখোয়া বিধানসভার জন্য কোনো হুমকি নেই। ’
এর আগে সোমবার প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘যদি আব্রাহাম চুক্তির বিষয়ে পাকিস্তানের ওপর চাপ দেওয়া হয়, তবে ইসলামাবাদ তার জাতীয় স্বার্থ দেখবে। ’