এই সময়ের সবচেয়ে আলোচিত প্রযুক্তির নাম চ্যাটজিপিটি। ওপেনএআইয়ে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত এই অ্যাপটি নিয়ে বিশ্বজুড়ে চলছে জল্পনা কল্পনা। এই অ্যাপটিকে আরো উন্নত রাখতে একের পর এক নতুন নতুন ফিচার যুক্ত করে চলেছে নির্মাতা কোম্পানি ওপেন এআই।
তারই অংশ হিসেবে আইওএস ও অ্যান্ড্রয়েডের গ্রাহকদের জন্য বিনা মূল্যে চ্যাটজিপিটির ভয়েস ফিচার চালু করেছে ওপেনএআই। এর মাধ্যমে টাইপ না করেই ভয়েসের সাহায্যে চ্যাটবটের সঙ্গে চ্যাট করা যাবে। চ্যাটবটও নিজস্ব ভয়েসের মাধ্যমে উত্তর দেবে। অ্যাপলের সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্টের মতো এটি কাজ করে।
বিনামূল্যে ফিচারটি ব্যবহার করতে
* গুগল প্লে অথবা অ্যাপ স্টোর থেকে চ্যাটজিপিটি অ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করে নিন।
* তারপর অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
* যদি অ্যাকাউন্ট না থাকে, একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
* তারপর ভয়েস চ্যাট অন করুন।
* চ্যাট বক্সের ডানদিকে হেডফোন আইকনে ক্লিক করুন।
* এবার ভয়েসে তাকে কিছু প্রশ্ন করতে হবে।
* একবার ভয়েস চ্যাট অন হয়ে গেলে, আবার হেডফোন আইকনে ক্লিক করতে হবে
* এবার ভয়েস ব্যবহার করে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন শুরু হবে।
আলাপের জন্য প্ল্যাটফর্মটিতে পাঁচ ধরনের ভয়েস যুক্ত করা হয়েছে। গ্রাহকেরা এসব ভয়েস থেকে পছন্দমতো একটি ভয়েস বাছাই করতে পারবে। চ্যাটজিপিটিকে ডিভাইসের মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দেওয়া পর এই ভয়েস ফিচার ব্যবহার করা যাবে। বিনা মূল্যের এই ফিচারে বর্তমান সময়ের বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। কারণ বিনা মূল্যের চ্যাটজিপিটিতে জানুয়ারি ২০২২ পর্যন্ত তথ্য পাওয়া যায়। ২০২৩ সালের তথ্য পেতে চ্যাটজিপিটি প্ল্যাসের সাবস্ক্রাইবার হতে হবে।