সরকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার কারণ, দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নির্ধারণে একটি তদন্ত কমিশন গঠন করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ রবিবার (২৭ জুলাই) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
৯ সদস্যের কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খান। কমিশন ৪ সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিবে।২১ জুলাই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ওই স্কুলে বিধ্বস্ত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্যদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটে। কমিশন এই ঘটনার পূর্ণ তদন্ত করবে, ক্ষয়ক্ষতি নিরূপণ করবে এবং দায়দায়িত্ব নির্ধারণ করবে।
কমিশনের অন্যান্য সদস্যরা হলেন- প্রাক্তন সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল (অব.) এম সাঈদ হোসাইন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়য়ের অতিরিক্ত সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আশিকুর রহমান, আইনজীবী ব্যারিস্টার আশরাফ আলি।
কমিশন বিমানবন্দর সংলগ্ন এলাকায় স্কুল ও অন্যান্য স্থাপনা নির্মাণের বৈধতা, ফ্লাইং জোনের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট আইনি ও প্রশাসনিক দিকগুলো পরীক্ষা করবে। এছাড়া, ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে জরুরি ব্যবস্থা ও সুপারিশ প্রদান করবে।কমিশন প্রয়োজনে দেশের যেকোনো স্থান পরিদর্শন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের তলব করে জিজ্ঞাসাবাদ করতে পারবে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় কমিশনকে প্রয়োজনীয় সহায়তা দেবে।