২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফর শেষ করে ভারতের ফেরার পর সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন ঋষভ পন্ত। ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান এরপর টেস্টে ফিরলেন বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট দিয়েই। আর প্রত্যাবর্তনটাকে সেঞ্চুরি করেই রাঙালেন পন্ত।
৮২ রান নিয়ে লাঞ্চে যাওয়া পন্ত দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারে সাকিব আল হাসানের বলে ২ রান নিয়ে পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। লাঞ্চের পর দ্বিতীয় ওভারে সাকিবের বলে ১১ রান তুলে গিলকে পেছনে ফেলে সেঞ্চুরির দৌঁড়ে এগিয়ে যাওয়া পন্ত ফিরে গেছেন সেঞ্চুরি পুরো করার পরের ওভারেই। মিরাজকে ফিরতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১২৭ বলে ১০৯ রান করেছেন তিনি। পন্তের আউটের সময় ভারতের রান ছিল ২৩৪/৪।