বিশ্বকে নতুন রূপে আবিষ্কার করছে ইসরায়েল। অধিকৃত গাজায় ইসরায়েলের চলমান অভিযানের কারণে তেল আবিব এখন কোণঠাসা। একের পর এক দেশ ঘোষণা দিচ্ছে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এবার সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
এরপরই বিশ্বে মুসলিম দেশগুলোর অন্যতম মোড়ল সৌদি আরব এ নিয়ে মুখ খুলেছে। সোমবার সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের এমন মনোভাব প্রশংসনীয়।
দিনকে দিন দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি আন্তর্জাতিক সমর্থন বাড়ছে। আর এতে চাপে পড়েছে ইসরায়েল। এত দিন ইসরায়েলের মিত্ররা গাজা পরিস্থিতি নিয়ে চোখ বন্ধ রাখলেও, এখন তারাও চাপে রয়েছে।এমতাবস্থায় ইসরায়েলকে অস্ত্র-অর্থ দিয়ে টিকিয়ে রাখা দেশগুলোও এখন তেল আবিবের হাত ছাড়তে চাইছে। ফলে দিন দিন চাপে পড়ছে দখলদার বাহিনী। তা সত্ত্বেও গাজায় গণহত্যার অভিযানে শিথিলতার কোনো ইঙ্গিত মিলছে না।